অনলাইনে মামলা দেখার নিয়ম . থানার মামলা দেখার উপায়

অনলাইনে মামলা দেখার নিয়ম

অনলাইনে মামলা দেখার নিয়ম নিয়ে আমাদের আজকের এই লেখা । যারা অনলাইনে মামলা দেখার জন্য সব সময় ইন্টারনেটে খুঁজতে থাকেন তাদের জন্য আমাদের আজকের এই লেখা । বর্তমানে ডিজিটাল যুগ চলছে । আর আপনি ঘড়ে বসে মামলা খুঁজে বের করতে পারবেন না তা কি হয় ।

আমাদের বিডিনিউজওয়ালের  আইন বিভাগ থেকে আমারা আইন কানুন সম্পর্কে  নিয়মিত লেখা দিয়ে থাকি । এই বিভাগে আপনারা খুব সহজেই আইন কানুন সম্পর্কে জানতে পারবেন। তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আইন আদালতও ধীরে ধীরে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে । ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার করে এখন অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে । 

ন্যায়বিচার নিশ্চিত করার জন্য স্বচ্ছতা দরকার । আর এ কাজটি করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় বদ্ধপরিকর। এখানে তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা।মামলা মোকদ্দমা কি ভাবে অনলাইনের মাধ্যমে সেবা দেয়া যায় তা নিয়ে কাজ করে যাচ্ছে আইন বিভাগ ।

অনলাইনে মামলা দেখার নিয়ম
অনলাইনে মামলা দেখার নিয়ম

অনলাইনে মামলা দেখার সুযোগ সুবিধা  Facility to view cases online

অনলাইনে মামলা দেখার সুযোগ সুবিধা অনেক।আধুনিক প্রযুক্তির সাহায্যে আপনি অনলাইনে মামলার অবস্থা, নির্দেশাবলী ইত্যাদি দেখতে পারেন। এমন কি অনেক কেস আপনি অনলাইনে মামলা ফাইল করতে পারেন এবং মামলার অবস্থা জানতে পারবেন।

দূর দুরান্ত থেকে আদালতের কার্যালয়ে যাতায়াত এ খরচ লাগবে না । সময় সংযম করতে পারবেন এবং কাজ সহজে সম্পন্ন করতে পারবেন।অনলাইনে মামলার তথ্য জেনে আপনি আগে ভাগেই করনীয় কি? সে বিষয়ে প্রস্তুতি নিতে পারবেন । আপনাকে দরকারী পরবর্তী মামলার তারিখ ও করনীয় এর জন্য আগাম তথ্য দেখতে সহায়তা করে।

অনলাইনে মামলা দেখার সুবিধার ফলে সময় ও টাকা দুটোর ই ব্যায় কমে যাবে ।এবং সাথে সাথে অনেক ধরনের হয়রানি থেকে রেহাই পাওয়া যাবে । আপনি যে কোন সময় আপনার হাতে থাকা মোবাইল অথবা অন্য কোন ডিভাইস থেকে জেনে নিতে পারবেন ।

কোন নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচার সংশ্লিষ্ট যে কেউ উপর্যুক্ত ওয়েবসাইট ও আমার আদালত (মাইকোর্ট) মোবাইল অ্যাপ ভিজিট করে তাঁর মামলার সর্বশেষ তথ্যাদি  জানতে পারবেন ।

Rules for viewing cases online

 অনলাইনে মামলা দেখার নিয়ম Rules for viewing cases online

অনলাইনে মামলা ২ ভাবে দেখা যাবে । এর জন্য আপনার একটি স্মার্টফোন ও তাতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে । আপনি যদি ইন্টারনেটে দক্ষ হয়ে থাকেন তবে ২ ভাবে  অনলাইনে মামলা দেখতে পারবেন ।

  • ০১। ওয়েব সাইট এর মাধ্যমে 
  • ০২। অ্যাপ এর মাধ্যমে 

০১। ওয়েব সাইট এর মাধ্যমেঃ অন লাইনে মামলা দেখতে

অন লাইনে মামলা দেখার জন্য আপনার হাতে থাকা স্মার্ট ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে । এর পর  এই খানে চাপুন  এবং ওয়েবসাইটে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং আপনার নির্দিষ্ট  আদালতের নাম দিয়ে সার্চ করুন । এখান থেকে বিচারপ্রার্থীগণ তাদের মামলার সর্বশেষ তারিখ,  আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।

জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ড বা বিচার বিভাগীয় ড্যাশবোর্ড-এর মাধ্যমে অধস্তন আদালতসমূহে বিচারাধীন এবং নিষ্পত্তি হওয়া মামলা সম্পর্কিত সকল ধরনের উপাত্ত সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা হবে। 

এর ফলে অধস্তন আদালতের মনিটরিং ও ট্র্যাকিং সিস্টেম হিসেবে আদালতের প্রকৃত অবস্থা, বিচারকর্মের গতি-প্রকৃতি এবং বিচারিক নানান পরিসংখ্যান জানা যাবে।এতে মামলার কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে ।

এতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গতি আসবে এবং মামলার জট কমে যাবে । জনগণের ভোগান্তি অনেক কমে যাবে এই অন লাইন মামার সিস্টেম চালু করা ফলে ।

Read Also

মিথ্যা মামলা হলে আপনার করনীয়?

ওয়েব সাইট এর মাধ্যমে অনলাইনে মামলা দেখার জন্য এই খানে চাপুন 

০২। অ্যাপ এর মাধ্যমেঃ অন লাইনে মামলা দেখতে

অন লাইনে মামলা দেখার “MY COURT”  অ্যাপ নামে একটি অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত  করা হয়েছে । যে কেহ চাইলে এটি ডাউনলোড করে অন লাইনের মাধ্যমে মামলার বিবরণ দেখতে পারবেন । এটি খুব সহজে আপানার হাতে থাকা স্মার্ট ফোনে ইন্সটল এর মাধ্যমে মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। 

অ্যাপটি ডাউনলোড করার জন্য মোবাইলের ইন্টারনেট চালু করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ব্যবহার করবেন তার জন্য নিচের ধাপ গুলো অনুসরন কোরতে পারেন।

অ্যাপসটির মাধ্যমে আপনারা অনলাইনে মামলা দেখতে পারবেন। আপনার প্লে স্টোর থেকে ফ্রি তাই এই অ্যাপস টি ডাউনলোড করে অনলাইনে মামলা দেখে নিতে পারবেন।

মাই কোর্ট হল প্রথম অ্যাপ যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অ্যাডভোকেটদের জন্য তাদের কেস আপডেট সহজে পেতে ডিজাইন করা হয়েছে। এটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের জন্য কাজ করে থাকে ।

এখানে প্রথমে আপনার মামলা নাম্বার দিতে হবে । তারা সেগুলিকে ট্র্যাক করবে এবং আপনাকে মেইল অথবা SMS এর মাধ্যমে আপডেট জানিয়ে দিবে ৷ আপনি এই অ্যাপে সহজেই আপনার প্রোফাইল পরিচালনা করতে পারবেন।

  • প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট চালু করুন 
  • গুগল প্লে স্টোর থেকে মাই কোর্ট অ্যাপ (MY COURT মোবাইল অ্যাপটি) টি ডাউনলোড করুন 
  • মাই কোর্ট অ্যাপ টি ইন্সটল করুন ।
  • আপনি সার্চ করে আপানার যা দরকার দেখে নিতে পারেন ।

অ্যাপস এর ভিতরে প্রবেশ করলেই অন্যান্য অপশনগুলো চলে আসে । এখান থেকে আপনার প্রয়োজনীয় মামলা দেখার অপশন  থেকে খুব সহজেই অনলাইনে মামলা দেখে নিতে পারেন।অন লাইনে মামলা দেখার অ্যাপ টি ডাউনলোড করতে এখানে চাপুন 

বি দ্রঃ অনলাইনে মামলা দেখার জন্য আপনার মামলা নাম্বার অবশ্যই জানা থাকতে হবে । 

Online Mamla

থানার মামলা দেখার উপায়

 অনলাইনে থানায় মামলা দেখার জন্য এখন পর্যন্ত কোন অনলাইন অ্যাপ চালু করা হয়নি।থানায় মামলা দেখার জন্য সরাসরি আপনাকে নিজে গিয়ে দেখতে হবে । অথবা আপনার কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে থানায় লোক পাঠিয়ে মামলা দেখে নিতে পারেন। 

তবে আপনি যদি নিজে কোন কারনে যেতে না পারেন, সেক্ষেত্রে থানায় মামলা দেখার জন্য অন্য কাউকে দিয়েও খোঁজ নিতে পারবেন ।

এখন পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে মামলা  বা জিডিকরা যায় তবে থানার মামলাগুলো এখন পর্যন্ত অনলাইনে দেখা যায় না । হয়ত পরবর্তীতে সরকার মামলা দেখার জন্য সকল সুবিধা খুব শীঘ্রই চালু করবে। 

ই-কার্যতালিকা বর্তমানে চালু আছে: 

এছাড়াও অনলাইন (দৈনন্দিন কার্যতালিকা) কেসলিস্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ডও চালু করা হয়েছে।এর মাধ্যমে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন । এর জন্য আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে ।  

একটি নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা, জনসাধারণ বা আদালতের সাথে সংশ্লিষ্ট যে কোনও ব্যক্তি মামলার সর্বশেষ তথ্য পেতে উপরে উল্লেখিত ওয়েবসাইট এবং মাইকোর্ট নামের মোবাইল অ্যাপ টি ব্যবহার করে দেখতে পারেন।

মামলা নম্বর/সাল দিয়ে মামলা চেক করার নিয়ম

  • প্রথম ধাপঃ  অনলাইনে মামলা দেখতে প্রথমে আপনার মোবাইলের ব্রাউজারের causelist.judiciary.org.bd  ওবেয়সাইটে ভিজিট করুন।এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুযায়ী কাজ করুন ।
  • দ্বিতীয় ধাপঃ  এখান থেকে আপনাকে আপনার প্রয়োজন মত বিভাগ, জেলা, অধস্তন আদালত নির্বাচন কররে সব নিয়ম অনুযায়ী পূরণ করে জেনে নিতে পারেন । 

Read Also

আইন কাকে বলে? আইনের সংজ্ঞা ও আইনের বিস্তারিত আলোচনা ?

উপসংহার

অনলাইনে মামলা দেখার মাধ্যমে আমরা অনেক উপকৃত হব এই কথা অকপটে স্বীকার করা যায় । আরও দ্রুত এর কাজ সম্প্রসারিত হোক এই প্রত্যাশায় । জনগণের ভোগান্তি দূর হোক এবং নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আরও উন্নত পরিসেবা চালু করা হোক সরকারের কাছে এই দাবী এখন সবার । আমাদের লেখাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ।

বিয়ে করতে কি কি লাগে । পালিয়ে বিয়ে করতে কি কি লাগে সব জানুন ।

আমাদের আইন বিভাগ থেকে আইন সম্পর্কিত সঠিক তথ্য জানতে নিচের বাটন চাপতে পারেন ।

FAQ

প্রশ্নঃ অনলাইনে মামলা দেখার জন্য কোন টাকা লাগে ।
উঃ না

A B Siddique Shohel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *