ব্যাংক পরীক্ষার জন্য কোচিং ছাড়া কিভাবে নিজেকে প্রস্তুত করবেন : Bank Job

Bank Exam And Bank Job

ব্যাংক পরীক্ষার জন্য কোচিং ছাড়া কিভাবে নিজেকে প্রস্তুত করবেন : 

ব্যাংকের চাকরি সব সময় একটি সুন্দর মর্যাদাপূর্ণ ও নিরাপত্তা মূলক চাকরি হিসেবে বিবেচিত হয়ে থাকে । প্রতি বছর, লক্ষ লক্ষ শিক্ষার্থী এই চাকরির জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করে থাকে । আর এই চাকরি পেতে অংশ গ্রহণ  কারীদের অনেক পড়াশুনা করতে হয় । আজকে আমরা আলোচনা করব ব্যাংক পরীক্ষার জন্য কোচিং ছাড়া কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এই বিষয় নিয়ে । 

প্রতিবছর লক্ষ লক্ষ প্রার্থী অংশ নিলেও শেষমেশ কিন্তু মাত্র কয়েকজন বা অল্প সংখ্যক প্রার্থী নির্বাচিত বা  চূড়ান্ত তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়ে থাকেন। 

Bank Job

ব্যাংক জব এ আগ্রহী দের কথা মাথায় রেখে আমরা অনেক গবেষণা করে এই লেখা গুলো সাজিয়েছি । আমাদের এই লেখা গাইড লাইন অনুযায়ী নিয়মিত লেখাপড়া করলে সফলতা আসবে ইনশাল্লাহ । আমাদের সাথে থাকুন এবং আমাদের লেখা গুলো শেষ পর্যন্ত পড়তে থাকুন । আমরা নিয়মিত আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ । পরবর্তী আর্টিকেল এর জন্য আপডেট পেতে নোটিশ বাটনে হ্যাঁ ক্লীক করে রাখুন ।

কারণ হিসেবে এই চাকরিতে প্রবেশ করা আপনার প্রত্যাশার চেয়ে একটু কঠিন  হয়ে থাকে। বছরের পর বছর ধরে, একটি কঠিন ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র যারা শীর্ষ কোচিং সেন্টারে গিয়েছিল তারাই ব্যাংকিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।

ব্যাংক পরীক্ষা

ব্যাংক পরীক্ষার জন্য কোচিং কি ভাবে সাহায্য করে থাকে 

ব্যাংক পরীক্ষায় কোচিং একটি ভাল গাইডলাইন দিয়ে থাকে । কঠোর পরিশ্রম ও প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় চাকুরী প্রার্থীরা পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ।

এমন অনেক প্রার্থী আছে যারা নিজে চেষ্টা করে কখনই সফল হতে পারে নাই । এই সব প্রার্থীরা কোচিং এর মাধ্যমে একটু গাইড লাইন পেয়ে সফল হতে সক্ষম হয়েছেন । এ রকম উদাহরন অনেক আছে ।

কোচিং একটি গাইড লাইন দিয়ে থাকে । তাদের অভিজ্ঞ জনবল এই জব রিলেটেড বিষয়ে গবেষনা এর মাধ্যমে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে থাকে ।

কোচিং সেন্টার গুলো আপনাকে পড়ানোর বিনিময়ে একটা ভাল এমাউনট এর অর্থ নিয়ে থাকে । তাদের একটা দায়বদ্ধতা থাকে । তাছাড়া তারা যদি ভাল রেজাল্ট না দেখাতে পারে তবে তাদের কাছে কেন শিক্ষার্থীরা ভর্তি হবে ?

এইসব কোচিং সেন্টার গুলোতে অনেক সময় বিভিন্ন ব্যাংকের বড় বড় কর্ম কর্তারা ক্লাস নিয়ে থাকে । এসব কর্ম কর্তাদের কাছ থেকে অনেক টিপস পাওয়া যায় । এগুলো পরীক্ষায় অনেক উপকারে আসে । 

কোচিং সেন্টার গুলো সাধারণত সিলেবাস অনুযায়ী টাইম টু টাইম সাপ্তাহিক বা মাসিক বিভিন্ন ধরনের প্রিএক্সাম এর আয়োজন এর মাধ্যমে ছাত্রদের মেধার উন্নয়ন ঘটিয়ে থাকে । এর ফলে পাসের হার বেড়ে যায় ।  

ব্যাংক পরীক্ষার জন্য কোচিং ছাড়া কি ভাবে নিজেকে প্রস্তুত করা যেতে পারে 

 ব্যাংক পরীক্ষার জন্য কোচিং ছাড়া কি ভাবে নিজেকে প্রস্তুত করা যেতে পারে ? এটি সম্পূর্ণরূপে ঐ প্রার্থীর উপর নির্ভর করে । পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি কতটা পরিশ্রম করেছেন তার উপর। 

কোচিং ছাড়া ব্যাঙ্ক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় তা জানা থাকলে, সহজেই কোন কোচিং ছাড়াই ব্যাংকের চাকরি খুব সহজে পেতে পারেন ।

এমন অনেক প্রার্থী আছে যারা কোচিং ক্লাসে যোগদানের জন্য ফি বা টাকা বহন করতে পারে না। সুতরাং, তাদেরকে সাহায্য করার জন্য, আমরা আজকে এই আলোচনায় বিস্তারিত তথ্য এবং প্রস্তুতি টিপস প্রদান করছি ।

ব্যাংক পরীক্ষার জন্য কিভাবে কোচিং ছাড়াই কিভাবে প্রস্তুতি নিতে হয়। এই সম্পর্কে আরও তথ্য জানতে এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন।

Bank Exam prepareation

কোচিং ছাড়া ব্যাংক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়

কোচিং ছাড়াই যেকোনো ব্যাঙ্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, প্রথমেই পরীক্ষার প্যাটার্নটি বোঝা গুরুত্বপূর্ণ। ব্যাংকের প্রবেশিকা পরীক্ষা ৩ টি ধাপে হয়ে থাকে ।

  •  প্রথম ধাপ হল প্রিলিমিনারি পরীক্ষা এবং
  •  দ্বিতীয় ধাপ হল মেইন পরীক্ষা।
  •  তৃতীয় ধাপ হল ভাইবা বা মৌখিক পরীক্ষা 

০১। 

প্রথম ধাপ হল প্রিলিমিনারি পরীক্ষা

মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে । প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ করে । ৮০ টি প্রশ্ন  হলে প্রতিটি প্রশ্নের মান  হবে ১.২৫ ।  ভুল উত্তরের জন্য মান বাদ যাবে ০.২৫ করে (নেগেটিভ)। প্রিলিমিনারি পরীক্ষার জন্য মোট ৫ টি বিষয় থেকে মান বণ্টন হয়ে থাকে । নিচের চার্ট দেখুনঃ-

বাংলা ভাষা ও সাহিত্য২০
ইংরেজি২০
গনিত ও মানসিক দক্ষতা৩০
সাধারন জ্ঞান২০
আই সি টি ১০
মোট ১০০

এখানে উল্লেখ্য যে কোনো ব্যাংকিং পরীক্ষার প্রিলিমিনারি সেকশন প্রায় একইরকম থাকে ।  এই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে,  মেইন পরীক্ষা বা লিখিত পরিক্ষা অংশ গ্রহণ এর সুযোগ পায় । নীচে ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন দেওয়া হল:-

০২।

দ্বিতীয় ধাপ হল মেইন/ লিখিত পরীক্ষা।

সরকারি ও বেসরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কিছুটা ভিন্ন। লিখিত পরীক্ষা সাধারণত ২০০ মার্কস এর মধ্যে হয়ে থাকে । নিম্নে বিষয় ভিত্তিক তালিকা দেয়া হোলঃ-

  • ইংরেজি  
  • গনিত    
  • বাংলা    

ব্যাংক জব লিখিত পরীক্ষার  মান বণ্টন মোটামুটি এই ভাবে হয়ে থাকেঃ

বিষয়মার্কস বা নম্বর 
ইংরেজি১০০
গণিত৫০ -৭০ 
বাংলা ২৫ -৩০
মোট২০০ 

ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ব্যবসায় শিক্ষা অনুষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বা এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রস্তুত করে থাকে।

০৩।

তৃতীয় ধাপ হল ভাইবা বা মৌখিক পরীক্ষা 

ব্যাংক জবে ফাইনাল ধাপ  এই  ভাইবা বা মৌখিক পরীক্ষা । এখানে একান্ত ব্যাক্তিগত প্রশ্ন থেকে শুরু করে সমসাময়িক সব ধরনের প্রশ্ন করে থাকে ।

পরীক্ষার্থীর ড্রেস কোড , এটিচুড বা ব্যাবহার , আদব কায়দা সহ সব কিছু পর্যবেক্ষণ করা হয়ে থাকে । উপরের ২ টি ধাপ পার হতে পারলে এই তৃতীয় ধাপে বাদ যাবার সম্ভাবনা একেবারে কম ।

Bank Coaching Center

যে কারনে প্রার্থীরা কোচিং ছাড়া ব্যাংক পরীক্ষায় পাশ করে না  :

  • ব্যাংক জব পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসের পরিবর্তন সম্পর্কে সাধারণ পরীক্ষার্থীরা অনেক সময় জানতে চেষ্টা করে না । প্রতি বছর প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তন হচ্ছে এই ধারনা না থাকা । 
  • কিছু কম গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস না দেয়া । কিছু প্রার্থী এই পরিবর্তনগুলি অনুসরণ করে না । তাই তারা প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নের সমাধান দিতে পারে না। 
  • বিগত/আগের বছরের পরীক্ষার প্রশ্ন পত্র  এবং কাট-অফ না জানা ।
  • বিগত/আগের বছরের পরীক্ষার প্রশ্নপত্রের অজ্ঞতা কাট-অফ প্রার্থীদের ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ। 
  • বর্তমান বিষয় নিয়ে আপডেট এর অনেক অভাব থাকার কারনে অনেক ফেল করে থাকে ।

এইবার আমরা আসি আসল কথায় আসি । আমাদের আজকের টপিক ছিল ব্যাংক পরীক্ষার জন্য কোচিং ছাড়া কিভাবে নিজেকে প্রস্তুতি করবেন : আসুন তাহলে ফাইনালি জেনে নিতে পারি কি ভাবে সম্ভব ?

  • ব্যাংক জব পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসের পরিবর্তন সম্পর্কে প্রথমে এ টূ জেড জেনে নিতে হবে । প্রতি বছর প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তন হচ্ছে ব্যাপার টা মাথায় রাখতে হবে । 
  • কিছু কম গুরুত্বপূর্ণ বিষয় মনে করে কখনো এড়িয়ে যাওয়া যাবে না ।সব কিছুর উপর ফোকাস দিতে হবে। 
  • বিগত/আগের বছরের পরীক্ষার প্রশ্ন পত্র  মান বণ্টন সব জানতে হবে সে অনুসারে পোড়ালেখা করতে হবে ।
  • বিগত/আগের বছরের পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ দেখে প্রস্তুতি সারতে হবে ।
  • বর্তমান ও সমসাময়িক বিষয় নিয়ে আপডেট থাকতে হবে ।
  • কঠোর ভাবে নিয়ম অনুসারে অনুশীলন/পড়াশুনা চালিয়ে যেতে হবে ।

ব্যাংক জবের প্রস্তুতি নেওয়ার সময় নিচের পয়েন্ট গুলো মনে রাখতে চেষ্টা করুন

নিজেকে কখনই অবমূল্যায়ন করবেন না। যদি আপনি মনে করেন যে আপনি এটি করতে পারেন, আপনি এটি করতে পারেন।

  • যেকোনো চ্যালেঞ্জিং প্রশ্ন নিতে সবসময় প্রস্তুত থাকুন।
  • আপনার শক্তি এবং দুর্বলতাগুলি উপলব্ধি করুন।
  • আপনি যে বিষয়গুলিতে ভাল এবং দুর্বল সেগুলি চিহ্নিত করুন ।
  • একবার আপনি পরীক্ষার অর্ধেক বিষয় কভার করার পর মক টেস্ট দিয়ে শুরু করুন।
  • আপনার মক পরীক্ষার সময়, এটি আপনাকে সময়-চাপে পরীক্ষা দিতে সহায়তা করবে।
  • একটি অধ্যয়নের পরিকল্পনা করুন, নিজের জন্য একটি বিস্তৃত সময়সূচী তৈরি করুন।
  • আপনি সাধারণত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ২ থেকে ৪ মাস সময় পেতে পারেন। এই সময়ের জন্য আপনার একটি সঠিক পরিকল্পনা আছে তা নিশ্চিত করুন।
  • সময় কে সঠিক ভাবে ব্যাবহার করুন ।
  • দুই থেকে চার জন বন্ধু যোগাড় করুন যারা আপনার মত ব্যাংক জব পরীক্ষায় অংশ গ্রহণ করবে । একসাথে গ্রুপ আলোচনা করুন । 

কোচিং ছাড়া ব্যাংক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে: 

  • পরিমাণগত যোগ্যতা প্রস্তুতি
  • প্রাথমিক গণিতের স্কুল স্তরের পাঠ্যক্রম অনুসরণ করুন, এটি আপনাকে বেশিরভাগ বিষয় কভার করতে সাহায্য করবে।
  • গুরুত্বপূর্ণ সূত্র, টেবিল এবং উপপাদ্যগুলি মুখস্থ করুন।
  • অনুশীলন পরীক্ষার প্রশ্নপত্র বিষয় অনুযায়ী সমাধান করুন।
  • যতটা সম্ভব মক টেস্ট পেপারের অভ্যাস করুন।
  • আপনার শক্তিশালী এবং দুর্বল বিষয়গুলি চিহ্নিত করুন; আপনার দুর্বল বিষয়গুলি আরও অনুশীলন করুন।
  • অনুশীলন করুন এবং বিভিন্ন ধরণের প্রশ্ন জানুন। একই প্রশ্ন পরীক্ষায় ভিন্নভাবে জিজ্ঞাসা করা যেতে পারে।

উ প সং হা র

ব্যাংক জবের জন্য আপনি যদি নিজেকে ফিট মনে করেন আজ থেকে চোখ বুজে প্রস্তুতি শুরু করে দিন । ব্যাংক জব একটি স্মার্ট জব । এই পেশার কদর দেশ ও বিদেশে সব যায়গায় রয়েছে । এখানে আপনি পাবেন নিরাপত্তা ও সামাজিক মর্যাদা । আর পাবেন এক ঝাক সহবন্ধু । দেশের অর্থনীতিক খেত্র বিশেষ অবদান রাখতে ব্যাংক জব অনন্য ভূমিকা পালণ করে থাকে ।

  • আপনার ভাল আমাদের কাম্য । আমাদের এই লেখাটি আপনার কাছে ভাল লাগলে অথবা আপনার কোন মতামত থাকলে আমাদের কে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আমরা আপানার যে কোন মন্তব্য কে গুরুত্ব দিয়ে থাকি ।   

আরও জানতে পড়তে পরেন 

ব্যাংকে কেন আপনার চাকরি হচ্ছে না?

সবার আগে প্রাথমিক বাছাই

লিখিত অংশে চাই ভালো প্রস্তুতি

সাক্ষাৎকারে ভালো করলেই চাকরি

অনুরোধ


আশা করি আমাদের এই লেখাটি আপনার ভাল লেগেছে । যদি আমরা আপনার সামান্য উপকারে আসি তবে আমাদের এই লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । অথবা লাইক ,কমেন্ট করে আমাদের সাথে থাকুন । আমরা আরও লেখা নিয়ে হাজির হব ইনশাল্লাহ । আপনার কোন মূল্যবান মতামত অথবা কিছু জানার আগ্রহ থাকলে আমাদের জানাতে পারেন । আমরা অবশ্যই উত্তর দিতে সচেষ্ট থাকবো । আপনার মূল্যবান কোন লেখা আমাদের বিডি নিউজ ওয়ালে পোস্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে এইখানে ক্লিক করুন । আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।

  • বিডি নিউজ ওয়াল ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আমাদের সাথে থাকুন এবং যেকোনো প্রশ্ন করুতেঃ এখানে ক্লিক করুন
  • বিডি নিউজ ওয়াল ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
  • বিডি নিউজ ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
  • গুগল নিউজে বিডি নিউজ ওয়াল সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
  • বিডি নিউজ ওয়াল সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
  • বিডি নিউজ ওয়াল এর সব তথ্য জানতে ভিজিট করুন এই সাইট।
A B Siddique Shohel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *