দেওয়ানি মোকদ্দমার অর্থ কি ? বা দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বুঝেন ?

দেওয়ানি মোকদ্দমা

দেওয়ানি মোকদ্দমাঃ

আইনের প্রত্যক্ষ এবং পরোক্ষ বাধা সাপেক্ষে সকল প্রকার সম্পত্তির অধিকার এবং পদের অধিকার সম্পর্কিত মামলা কে দেওয়ানি প্রকৃতির মামলা বুঝায় ।  

দেওয়ানি প্রকৃতির মামলাঃ

The Code Of Civil Procedure, 1908 এর Section 9 এ বলা হয়েছে যে, যে সমস্ত মামলা দেওয়ানি আদালতের বিচারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নিষেধ রয়েছে সেই সমস্ত মামলা ছাড়া অন্য সমস্ত প্রকারের দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালত বিচার করবেন । 

দেওয়ানী প্রকৃতির মামলা (Civil Suit) হলো এমন এক ধরনের মামলা যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে অধিকার বা সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্য দায়ের করা হয়ে থাকে । এতে সাধারণত কোনো অপরাধমূলক কাজের বিচার করা হয় না, বরং কোনো অধিকার ক্ষুণ্ণ হলে বা চুক্তির বরখেলাপ হলে ক্ষতিপূরণের জন্য এই মামলা করা হয়। 

সহজ ভাষায়, দেওয়ানি মামলা হলো: 

  • অধিকার বা সম্পত্তির দাবি নিয়ে বিরোধ: যেমন, জমিজমা সংক্রান্ত বিবাদ, চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ দাবি ইত্যাদি।
  • ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ: এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধিকার বা স্বার্থ জড়িত থাকে।
  • ক্ষতিপূরণ বা প্রতিকার দাবি: দেওয়ানি মামলায় সাধারণত ক্ষতিপূরণ বা অন্য কোনো প্রতিকার চেয়ে মামলা করা হয়।

উদাহরণস্বরূপ, 

যদি কেউ কারো থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেয়, অথবা কেউ কারো জমির দখল ছেড়ে না দেয়, তাহলে ভুক্তভোগী ব্যক্তি দেওয়ানি আদালতের মাধ্যমে প্রতিকার চেয়ে মামলা করতে পারেন। 

দেওয়ানি মামলার মূল বৈশিষ্ট্য হলো, এখানে সাধারণত কোনো শাস্তির বিধান থাকে না, বরং ক্ষতিপূরণ বা অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিকার খোঁজা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *