নামাজ শিক্ষা এখন অনেক সহজ জেনে নিন কিভাবে 

নামাজ-শিক্ষা Namaz sikkha

নামাজ শিক্ষা এখন অনেক সহজ জেনে নিন কিভাবে 

আজে আমরা আলোচনা করব নামাজ শিক্ষা নিয়ে । মুস্লমান ধর্মে যারা বিশ্বাসী তাদের জীবনে এই নামাজ শিক্ষা একান্ত দরকার ।

আধুনিক যুগে অনেকেই এই নামাজ শিক্ষা সঠিক ভাবে জানেন না । এটা কোন লজ্জার বিষয় নয় । সময় সল্পতা অথবা নানা পারিপার্শ্বিক কারনে এই নামাজ শিক্ষা অনেকের ই জানা হয়ে উঠে নাই ।

আবার হয়ত অনেকে আছেন ছোট বেলায় শিখেছেন এখন মনে নেই । অথবা আরও নির্ভুল ভাবে জানা প্রয়োজন মনে করছেন ।

এখন হয়ত অনেকে ভাবছেন এই বয়সে এসে নামাজ শিক্ষা কিভাবে সম্ভব । আমরা বলতে পারি এটা খুব পানির মত পরিস্কার ও সহজ ।

নামাজ শিক্ষা কোন না কোন খেত্রে আপনার দরকার হবেই যদি আপনি মুসলমান হয়ে থাকেন ।

ইন্টারনেট এর কারনে এখন অনেক কিছুই সম্ভব । প্রযুক্তি এর যত উন্নয়ন ঘটছে অনেক কিছুই সহজ থেকে সহজতর হচ্ছে ।

এক সময় ছিল আমাদের দেশ থেকে মক্কা শরীফ যেতে ৬ মাস লাগত । এখন সেখানে কয়েক ঘণ্টা লাগে । এটা সম্ভব হয়েছে প্রযুক্তির উন্নয়নের ফলে । 

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে । আর এই সব মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের কারণে কঠিন কাজকে অনেক সহজ ভাবে করা সম্ভব হয়ে থাকে । 

খুব কম সময়ের মধ্যে অনেক জটিল কাজ করা সম্ভব হয় এই মোবাইল প্রযুক্তির মাধ্যমে । যেমন বিকাশ এর কথা একবার ভাবুন যেখানে মিনিটে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে একেবারে ঝামেলা ছাড়া ।

বিভিন্ন ধরনের অ্যাপস ব্যাবহার করে অনেক শিক্ষা মূলক কাজ এখন হয়ে থাকে খুব সহজ ভাবে । তেমনি একটি অ্যাপস হ্ল নামাজ শিক্ষা ।

নামাজ কেন এত গুরুত্বপূর্ণ 

আরবিতে সালাত শব্দটিকে বাংলায় বলা হয় নামাজ । সালাত বা নামাজ শব্দটির আভিধানিক অর্থ হল দোয়া,রহমত বা ক্ষমা প্রার্থনা করা ।   

একটি নির্দিষ্ট সময়ে একটি  নির্দিষ্ট নিয়মে এবং একটি  নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ্‌র নিকট ইবাদত করার নামই সালাত বা নামাজ ।

ইসলামের মোট পাঁচ টি ভিত্তির একটি হল নামাজ । নামাজ একটি আবশ্যিক বা ফরজ ইবাদত । নামাজ মোট পাঁচ ওয়াক্ত যা দিনের ও রাতের নির্দিষ্ট সময়ে নিয়ম অনুযায়ী আদায় করতে হয় ।

নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখতে সাহাজ্জ করে । একজন মুমিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পরে ইমানের সহিত সে কখনো খারাপ কাজ করতে পারে না ।

আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে , ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে।’ (সূরা আনকাবুত, আয়াত-৪৫) 

‘যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আমি এরূপ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না’ (সূরা আরাফ, আয়াত-১৭০)। ‘

মুমিনরা নামাজ আদায় করে, জাকাত আদায় করে এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন’ (সূরা তাওবা, আয়াত-৭১)।

এই নামাজের মাধ্যমে আল্লাহ ও তাঁর বান্দা দের মাঝে সরাসরি যোগাযোগ হয় । এই নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য করা যায় ।

নামাজ একটি কল্যাণকর ইবাদত । এক কথায় নামাজের গুরুত্ব বলে শেষ করা যাবে না । 

ইসলাম ধর্মে বিশ্বাসী সবাইকে সঠিকভাবে নামাজ আদায়ে তৌফিক দান করুক ।

নামাজ শিক্ষা এখন অনেক সহজ 

নামাজ শিক্ষা এখন আপনার হাতের মুঠোয় । এই নামাজ শিখতে এখন আপনাকে কোথায় যেতে হবে না । এখন শুদ্ধ ভাবে আপনি নামাজ শিখতে পারবেন যে কোন সময় যে কোন যায়গায় বসে ।  

আর এখন এই কাজটি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমে । এর জন্য আপনাকে যা করতে ।

গুগল প্লে স্টোর থেকে অনেক গুলো নামাজ শিক্ষা অ্যাপ আছে । সেখান থেকে একটি ডাউন লোড করে আপনি নিয়ম অনুযায়ী পড়তে পারবেন এবং শিখতে পারবেন।

নিচে আমারা আজকে এই ধরনের ২ টি অ্যাপ নিয়ে আলোচনা করব এবং এই অ্যাপ এ কি কি আছে এবং ডাউন লোড লিঙ্ক সহ আলোচনা করব । সাথেই থাকুন জানতে পারবেন এখন নামাজ কত সহজ ।

নামাজ শিক্ষা Namaj Sikkha

 ২ টি নামাজ শিক্ষা অ্যাপ এর বিস্তারিত আলোচনা ঃ-

০১) নামাজ শিক্ষা – Namaj Shikkha 

নূরানী নামাজ শিক্ষা 

নূরানী নামাজ শিক্ষা একটি সহজ অথচ পূণাঙ্গ নামাজ শিক্ষার একটি অ্যাপ। এই নামাজ শিক্ষা অ্যাপ এর মাধ্যমে আরবি উচ্চারণ ও অর্থসহ চিত্রসহকারে পূণাঙ্গ নামাজ শিখাতে পারবেন । 

এই  অ্যাপ এ আরও থাকছে অফলাইন এর মাধ্যমে নামাজের সময়সূচীসহ ইসলামের আরো অন্যান্য শিক্ষণীয় বিষয় ।

নামাজ শিক্ষা অ্যাপ এর বিস্তারিত

অ্যাপ নামনামাজ শিক্ষা
সাইজ ১৩ এম বি 
Android প্রয়োজন4.4 এবং বেশি ভার্সন
ডেভেলপার [email protected]

নামাজ শিক্ষা অ্যাপ > এই  অ্যাপ এ থাকছে 

  • পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা   
  • পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ 
  • নামাজের ওয়াক্ত ও রাকাআত সম্পর্কে বর্ণনা 
  • আরবি ও বাংলা উচ্চারণসহ নামাজের নিয়্যত  
  • আরবি, উচ্চারণ ও অর্থসহ নামাজের দোয়া কালাম 
  • চিত্রসহকারে পূণাঙ্গ নামাজ শিক্ষা  
  • নামায আদায়ের সম্পূর্ণ নিয়ম

কালেমা

• আরবি, উচ্চারণ ও অর্থসহ পাঁচ কালেমা

পাক-পবিত্রতা

• পায়খানা-প্ৰস্রাব, ওযু ও গোসলের বর্ণনা

• তায়াম্মুমের বর্ণনা ও দোয়া সমূহ

আজান ও ইকামত

• আজান ও ইকামত দেয়ার নিয়ম

• আজানের দোয়া

ডাউনলোড করতে এখানে চাপ দিন  ।

০২) পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা – Bangla Namaj Shikkha

মুসলমান হতে হলে নামাজ বাধ্যতামূলক । আর এই নামাজ হওয়া চাই শুদ্ধ ও নির্ভুল ।

পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা অ্যাপ এর মাধ্যমে শুদ্ধ ভাবে নামাজ পড়ার সব নিয়ম কানুন জানা যাবে ।  

পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা অ্যাপ টি তে আমরা পাব নামাজের সময় সূচী সহ নামাজের নিয়ত, নামাজের সুরা ও দোয়া সমূহ !

এই অ্যাপটি নামাজ শিক্ষা বই হিসেবে ব্যাবহার করতে পারবেন বিনামূল্যে। একবার ইন্সটল করে নিলেই আর কোন বাড়তি ঝামেলা নেই । 

পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা অ্যাপ এর বিস্তারিত

অ্যাপ নামপাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা
সাইজ ৪.৫ এম বি 
বর্তমান ভার্সন ১০.১ +
ডেভেলপার [email protected]

পাঁচ ওয়াক্তের নামাজ শিক্ষা  অ্যাপ টি তে যা যা আছেঃ- 

  • নামাজের দোয়া সমূহ
  • নামাজ শিক্ষা সূরা
  • তাশাহুদ
  • আতাহিয়াতু
  • কালিমা সমূহ
  • ছোট সূরা

ডাউনলোড করতে এখানে চাপ দিন ।

ইসলাম ধর্মের বিকল্প নেই যুগে যুগে প্রমানিত ।

আরও জানতে পড়তে থাকুন

স্মার্টফোনের জন্য পাঁচটি অ্যাপ সবচেয়ে বেশি ক্ষতির কারণ হতে পারে

নামাজ শিক্ষা বই
নামাজ শিক্ষা ও প্রয়োজনীয় সূরা
নামাজ শিক্ষা সূরা
নামাজ শিক্ষা বই বাংলা অর্থসহ
নামাজ শিক্ষা দোয়া
নামাজ শিক্ষা বই বাংলা
নামাজ শিক্ষা বাংলা
নামাজ শিক্ষা অ্যাপস
নামাজ শিক্ষা apps

  • বিডি নিউজ ওয়াল ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আমাদের সাথে থাকুন এবং যেকোনো প্রশ্ন করুতেঃ এখানে ক্লিক করুন
  • বিডি নিউজ ওয়াল ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
  • বিডি নিউজ ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
  • গুগল নিউজে বিডি নিউজ ওয়াল সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
  • বিডি নিউজ ওয়াল সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
  • বিডি নিউজ ওয়াল এর সব তথ্য জানতে ভিজিট করুন এই সাইট।

অনুরোধ

আশা করি আমাদের এই লেখাটি আপনার ভাল লেগেছে । যদি আমরা আপনার সামান্য উপকারে আসি তবে আমাদের এই লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । অথবা লাইক ,কমেন্ট করে আমাদের সাথে থাকুন । আমরা আরও লেখা নিয়ে হাজির হব ইনশাল্লাহ । আপনার কোন মূল্যবান মতামত অথবা কিছু জানার আগ্রহ থাকলে আমাদের জানাতে পারেন । আমরা অবশ্যই উত্তর দিতে সচেষ্ট থাকবো । আপনার মূল্যবান কোন লেখা আমাদের বিডি নিউজ ওয়ালে পোস্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে এইখানে ক্লিক করুন । আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *