ঢাকার সেরা ১০টি কলেজ এর নাম (সুনাম ও ফলাফলের দিক থেকে) আপডেট ।

ঢাকার সেরা ১০টি কলেজ এর নাম (সুনাম ও ফলাফলের দিক থেকে) আপডেট ।

বাংলাদেশের রাজধানী ঢাকা । এই ঢাকার সেরা কলেজ খুঁজতে অনেকে টেনশনে থাকেন । কারন একটাই, ভাল কলেজে কে না পড়ালেখা করতে চায় । আজকে আমরা ঢাকার সেরা ১০টি কলেজ এর নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব । 

আমাদেরে সাথে থাকুন । আশা করি আপনি জানতে পারবেন কেন এই ১০টি কলেজ  এর নাম বার বার আলোচনায় চলে আসে ।

ভাল কলেজে ভর্তি হওয়া শুধু লেখাপড়ার জন্যই না । এই সেরা কলেজে লেখাপড়া করা একটা গৌরব এর বিষয় এবং এর সাথে ভাল রেজাল্ট ও জড়িত থাকে । 

আমাদের সাথে থাকুন । আশা করি আপনি জানতে পারবেন কেন এই ১০টি কলেজ  এর নাম বার বার আলোচনায় চলে আসে ।

কত গুলো যে কলেজ আছে ঢাকা তে সেটা হয়ত অনেকের জানা নেই কিন্তু হাতে গোনা কয়েক টি কলেজের নাম প্রায় সবার মুখে মুখে শুনতে পাওয়া যায় ।

আর এই সব কলেজ থেকেই বের হয়ে আসে দেশের সেরা মেধাবী মুখ গুলো ।  

ঢাকার সেরা ১০টি কলেজ এর নাম  Top 10 College In Dhaka

Top 10 College In Dhaka Bangladesh

ঢাকার সেরা ১০টি কলেজ কি ভাবে নির্বাচিত করা হয়ে থাকে ? 

সেরা কলেজ নির্বাচনের ক্ষেত্রে অনেক গুলো পয়েন্ট কাজ করে থাকে । এই সব পয়েন্ট গুলোর সমন্বয়ে  রাঙ্কিং হয়ে থাকে । আর যে কলেজের রাঙ্কিং যত বেশী সেই কলেজ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে থাকে ।

ঢাকার সেরা ১০টি কলেজ নির্বাচনের পয়েন্ট তালিকাঃ-

  • রেজাল্ট 
  • ফ্যাকাল্টি
  • ডিসিপ্লিন
  • অতিরিক্ত কারিকুলাম 

ঢাকার সেরা ১০টি কলেজের কেন এত সুনাম ও চাহিদা ছাত্র ছাত্রি  দের কাছে ?

সবাই চায় ভাল কলেজে ভর্তি হতে । আর এই ব্যাপক চাহিদার কারনে এই সেরা কলেজ গুলোতে ভর্তি হতে মেধার প্রয়োজন । ভাল স্কোর ছাড়া এই সব সেরা কলেজে ভর্তি হওয়া যায় না ।

এসব কলেজের রেজাল্ট দেখলে অনেকের মাথা হেড হয়ে যাবার মত উপক্রম হতে পারে । আর এই 

সব সেরা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এত ঈর্ষণীয় থাকে যে , এস. এস. সি পাসের পর পরই সব ছাত্র-ছাত্রীদের মনের ভিতর স্বপ্ন তৈরি হয় এই সেরা কলেজ গুলোর যে কোন একটিতে  ভর্তি হবার । 

ঢাকার সেরা ১০টি কলেজে ভর্তি এর অন্যতম কারন এই সব কলেজ এর সুনাম,পরিবেশ এবং ফলাফল । আরও একটি বিশেষ কারন এইগুলো ঢাকা শহরে অবস্থিত । এবং এই সেরা কলেজে লেখাপড়া শেষে বিশ্ববিদ্যালয় সহ ভাল জায়গায় ভর্তির জন্য অনেক এগিয়ে থাকা ।

কারো কারো স্বপ্ন সত্যি হয়ে যায় আবার  কারো কারোটা হয়তো স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে যারা এই ঢাকার সেরা কলেজ গুলোতে ভর্তি হতে চায় তারা যদি এখন থেকেই প্রস্তুতির পাশা পাশি কলেজগুলো সম্পর্কে বিস্তারিত ধারনা রাখে তাহলে স্বপ্ন পূরণে অনেকটা  পথ সহজ হবে এতে কোন দ্বিধা থাকার কথা নয় ।

এক নজরে ঢাকার সেরা ১০ টি কলেজের নামঃ  

প্রতি বছর এই কলেজ গুলো রাঙ্কিং এ আপ ডাউন করে থাকে । কারন রেজাল্ট এর উপর নির্ভর করে প্রতি বছর ঢাকার সেরা ১০ টি কলেজের নাম সিলেক্ট করা হয় । তবে মোটামুটি এই কলেজ গুলোই বার বার ঘুরে ফিরে এসে থাকে । 

ঢাকার সেরা ১০টি কলেজের নামের তালিকা এক নজরে 

১০. ঢাকা কমার্স কলেজ (Dhaka Commerce College)

৯. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ( Birshreshtha Noor Mohammad Public College)

৮. আইডিয়াল স্কুল এন্ড কলেজ (Ideal School and College, Motijheel)

৭. ঢাকা কলেজ (Dhaka Commerce College)

৬. হলি ক্রস কলেজ (Holy Cross College)

৫. রাজউক উত্তরা মডেল কলেজ (Rajuk Uttara Model College)

৪. ঢাকা সিটি কলেজ (Dhaka City College)

৩. ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ (Viqarunnisa Noon College) 

২. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ( Adamjee Cantonment College)

১.নটরডেম কলেজ (Notre Dame College)

উল্লেখিত সেরা কলেজ গুলো ছাড়াও আরও অনেক কলেজ আছে যেগুলি নিয়ে আমারা পরবর্তীতে আলোচনা করব ।

ঢাকার সেরা ১০টি কলেজ  । ঢাকা কমার্স কলেজ Dhaka Commerce College

১০. 

ঢাকা কমার্স কলেজঃ

(Dhaka Commerce College)

ঢাকার সেরা ১০টি কলেজ এর তালিকায় ১০ নং এ অবস্থান দখল করে আছে ঢাকা কমার্স কলেজ টি । ঢাকা শহরের মধ্যে প্রথম একটি ব্যবসায় শিক্ষা কলেজ হিসেবে বেশ সুনাম অর্জন করেছে এই কলেজ টি । এই কলেজ টি ঢাকার মিরপুরে অবস্থিত ।

ঢাকা কমার্স কলেজ টি ১৯৮৯ সালে প্রথম বাণিজ্য কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । এই কলেজে বাংলা ও ইংরেজি এই দুই মাধ্যমে শিক্ষা কারিক্রম পরিচালিত হয়ে আসছে । বাংলাদেশের সেরা  বেসরকারী কলেজ হিসেবে ঢাকা কমার্স কলেজ টি নির্বাচিত হয়েছিল ২০১২ সালে ।

বর্তমানে ঢাকা কমার্স কলেজ ২০১৯–২০২০ সেশনে বিজ্ঞানের জন্যও উচ্চমাধ্যমিক কোর্স চালু করা হয়েছে। এই কলেজের আরেকটি সংক্ষিপ্ত নাম হল ডি সি সি । ঢাকা কমার্স কলেজ এর নিজস্ব ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন এখান থেকে ।

এই কলেজটি মাত্র ৯৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিল । বর্তমানে এই কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ হাজার ।

History Dhaka Commerce College Dhaka

কলেজের নামঃDhaka Commerce College
প্রতিষ্ঠাকাল:১৯৮৯
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:অধ্যাপক কাজী নুরুল ইসলাম ফারুকী।
লিঙ্গ:ছাত্র ছাত্রী
যোগাযোগ: ওয়েব সাইট 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ  Birshreshtha Noor Mohammad Public College  সেরা ১০টি কলেজ

৯. 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজঃ

( Birshreshtha Noor Mohammad Public College)

ঢাকা সেরা ১০ টি কলেজ এর মধ্যে পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ টি অন্যতম নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে এই কলেজ টি প্রতিষ্ঠিত হয় । 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ টি এক সবুজ ছায়াময় পরিবেশ এ সবচেয়ে নিরাপদ স্থানে অবস্থিত । বাংলাদেশ বর্ডার গার্ড  (BGB) কর্মী দের সন্তানদের লেখাপড়া করার জন্য মূলত এই প্রতিষ্ঠান টি গড়ে উঠে । বর্তমানে এখানে বাহিরের সাধারন যে কেউ চাইলে পড়াশুনা করতে পারে ।তবে অবশ্যই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ টি বাংলাদেশ বিজিবির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে । তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কলেজ টি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে অনেক নাম ও খ্যাতি অর্জন করেছে ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ টি বিজ্ঞান , বাণিজ্য  এর পাশাপাশি মানবিক শাখায় পড়ার সুযোগ রয়েছে ।কলেজে ভর্তির জন্য সংশোধিত সরকারি নিয়মানুযায়ী মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে ভর্তির সুযোগ দেয়া হয়। 

 History Of Birshreshtha Noor Mohammad Public College

কলেজের নামঃBirshreshtha Noor Mohammad Public College
প্রতিষ্ঠাকাল:১৯৭৭
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:বি জি বি 
লিঙ্গ:ছাত্র ছাত্রী
যোগাযোগ: ওয়েব সাইট 

আইডিয়াল স্কুল এন্ড কলেজ Ideal School and College, Motijheel ঢাকার সেরা ১০টি কলেজ

৮. 

আইডিয়াল স্কুল এন্ড কলেজ

(Ideal School and College, Motijheel)

আইডিয়াল স্কুল এন্ড কলেজটি ঢাকা শহরের মতিঝিলে অবস্থিত । বাংলাদেশ ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠান টি যাত্রা শুরু করে থাকে । এই কলেজ টি ঢাকা শিক্ষা বোর্ড এর মধ্যে প্রথম সারির মধ্যে একটি । আমারা এই কলেজ টিকে ঢাকার সেরা ১০টি কলেজ এর মধ্যে এর অবস্থান ৮ নং এ রেখেছি । 

আইডিয়াল স্কুল এন্ড কলেজটি মতিঝিলের প্রাণকেন্দ্রে কমলাপুর রেলওয়ের কাছাকাছি অবস্থিত । এই প্রতিষ্ঠান  টি এক সময়ে গণপূর্ত অধিদপ্তরের এজিবি কলোনীর কর্মচারীদের ক্যান্টিন হিসেবে পরিচিতি ছিল। 

সেই সময়ে এজিবি কলোনীর কয়েকজন ব্যক্তির উদ্যোগে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে । প্রথমে টিনশেড ঘরে প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর কার্যক্রম চালু  হয়েছেল । এর পর থেকেই এই প্রতিষ্ঠান টির সুনাম ধীরে  ধীরে বাড়তে থাকে । বর্তমানে এখানে কলেজ হিসেবে (দ্বাদশ শ্রেণি) পর্যন্ত উন্নীত করা হয়েছে। 

আইডিয়াল স্কুল এন্ড কলেজটির আরও দুইটা ব্রাঞ্চ আছে রয়েছে।সেগুলো  বনশ্রী এবং মুগদাতে অবস্থিত ।

এই কলেজ টির সুনাম এবং এর সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সগৌরবে এগিয়ে চলছে । প্রতি বছর বোর্ড শাখায় এই কলেজ এর শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করার পাশা পাশী বিভিন্ন পাবলিক পরীক্ষায় খুব ভাল  সাফল্য অর্জন করে থাকে ।

History Of Ideal School and College, Motijheel 

কলেজের নামঃIdeal School and College
প্রতিষ্ঠাকাল:১৯৬৫
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:এজিবি কলোনীর কয়েকজন ব্যক্তি
লিঙ্গ:ছাত্র ছাত্রী 
যোগাযোগ: ওয়েব সাইট 

ঢাকা কলেজ Dhaka Commerce College ঢাকার সেরা ১০টি কলেজ

৭. ঢাকা কলেজ

(Dhaka College)

ঢাকা কলেজ শুধু ঢাকার সেরা কলেজ হিসেবে নয় সারা বাংলাদেশে এর ব্যাপক সুনাম রয়েছে ।ঢাকা কলেজ মানে ও গুনে একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী নাম করা শিক্ষাপ্রতিষ্ঠান । এই কলেজ টি ঢাকা শহরের প্রান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এরিয়ায় অবস্থিত । 

এই কলেজ টি ঢাকা বিশ্ববিদালয় এর অধিভুক্ত । ঢাকা কলেজ একটি সরকারি কলেজ । এই কলেজ টি সরকারি বিধায় এখানে পড়াশুনার  খরচ একেবারে কম । ১৮৪১ সালের ২০ই নভেম্বর এই উপমহাদেশে এক মাত্র প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেব ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।

দেশ ও বিদেশের অনেক বিখ্যাত নামকরা লোক এই কলেজে পড়াশুনা করেছেন । এদের মধ্যে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম এই ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। 

আমারা আমাদের তালিকায় এই ঢাকা কলেজ কে ঢাকার সেরা ১০টি কলেজ এর মধ্যে ৭ নম্বরে রেখেছি ।

History Of Dhaka College Dhaka

কলেজের নামঃDhak College 
প্রতিষ্ঠাকাল:১৮৪১
প্রতিষ্ঠানের ধরণ:সরকারী 
প্রতিষ্ঠাতা:গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড এবং জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন 
লিঙ্গ:ছাত্র
যোগাযোগ: ওয়েব সাইট 

হলি ক্রস কলেজ Holy Cross College ঢাকার সেরা ১০টি কলেজ

৬. 

হলি ক্রস কলেজ 

(Holy Cross College)

ঢাকার সেরা ১০ টি কলেজ এর মধ্যে মেয়েদের কলেজ এই হলিক্রস কলেজ টি ঢাকার তেজগাঁও এ অবস্থিত ।

হলিক্রস কলেজ টি রোমান ক্যাথলিক চার্চ দ্বারা পরিচালিত হলেও প্রতিষ্ঠান টি সমস্ত ধর্মের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

মাত্র ৫ জন ছাত্রী নিয়ে ১৯৫০ সালে এই কলেজ টির যাত্রা শুরু হয়েছিল ।সিস্টার আগষ্টিন মারী ১৯৫০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত এই কলেজের দায়িত্ব পালন করেন । 

সময়ের সাথে কলেজ এর উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ।মাত্র ৫ জন ছাত্রী নিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এখানে কলেজ শাখায় প্রায়  ২৫০০ ছাত্রী লেখাপড়া করছে ।

History Of Holy Cross College Dhaka 

কলেজের নামঃHoly Cross College 
প্রতিষ্ঠাকাল:১৯৫১
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:Augustine Marie CSC
লিঙ্গ:ছাত্রী
যোগাযোগ: ওয়েব সাইট 

রাজউক উত্তরা মডেল কলেজ Rajuk Uttara Model College ঢাকার সেরা ১০টি কলেজ

৫. 

রাজউক উত্তরা মডেল কলেজ   

(Rajuk Uttara Model College)

এই কলেজ টি ঢাকা শহরের উত্তরার ৬ নং সেক্টরে তে অবস্থিত । ১৯৯৪ সালে এই কলেজ টি প্রতিষ্ঠিত হয় । রাজধানী উন্নয়ন করতিপক্ষ (রাজউক) এর সহযোগিতা ও শিক্ষা মন্ত্রণালয় এর সরাসরি তত্ত্বাবধানে এই কলজেটি  স্থাপিত হয় ।

এই কলেজ টি খুব সুন্দর ও মনোরম পরিবেশ এ অবস্থিত । এর আয়তন ৪.৫ একর এর মত ।যদিও আমরা এখানে এই কলেজ টি কে ৭ নং এ রেখেছি তারপরও এই কলেজ টি কয়েক বার দেশ সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়েছে অনেক বার । 

মুলত এই কলেজের লেখাপড়ার পাশাপাশি ডিসিপ্লিন শেখান হয় খুব ভালভাবে । দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ভর্তি তে এই কলেজের শিক্ষার্থী দের সাফল্য খুব ভাল ।

এই কলেজ এর সুনাম বর্তমানে চারদিকে ছড়িয়ে পড়েছে । কলেজের প্রশাসন ও এখান  কার নিয়ম কানুন অনেক সুন্দর ।   

History Of Rajuk Uttara Model College Dhaka

কলেজের নামঃRajuk Uttara Model College
প্রতিষ্ঠাকাল:
প্রতিষ্ঠানের ধরণ:
প্রতিষ্ঠাতা:
লিঙ্গ:ছাত্র ছাত্রী 
যোগাযোগ: ওয়েব সাইট 

ঢাকা সিটি কলেজ Dhaka City College ঢাকার সেরা ১০টি কলেজ

৪. 

ঢাকা সিটি কলেজ 

(Dhaka City College)

ঢাকা সিটি কলেজ ঢাকার ধানমণ্ডি তে কুদরত-ই-খুদা সড়কে (২নং রোড ) এ অবস্থিত । ঢাকা সিটির সেরা কলেজ গুলোর মধ্যে একটি ।

এই কলেজ টি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় । ঢাকা সি টি কলেজ  DCC নামেও পরিচিত, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি বেসরকারি কলেজ।

এই কলেজ টিতে  উচ্চ মাধ্যমিক শিক্ষার পাশাপাশি অনার্স এবং মাস্টার্স ডিগ্রী প্রোগ্রাম চালু করা আছে।এই কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় পাকিস্তান শাসন আমলে কলেজটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লাসগুলি ওয়েস্ট এন্ড হাই স্কুলে পরিচালিত হত ।

১৯৭০ সালে, কলেজের কার্যক্রম ধানমন্ডি আবাসিক এলাকার রোড 2 এ তাদের নিজস্ব প্রাঙ্গনে স্থানান্তরিত করা হয়।  এর আগে এটি “ঢাকা নাইট কলেজ” নামে পরিচিত ছিল।বর্তমানে এই কলেজ টির ব্যাপক সুনাম রয়েছে ।

History Dhaka City College Dhaka 

কলেজের নামঃDhaka City College
প্রতিষ্ঠাকাল:১৯৫৭
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:খান বাহাদুর আবদুর রহমান এবং আতাউর রহমান খান, 
লিঙ্গ:ছাত্র ছাত্রী
যোগাযোগ: ওয়েব সাইট 

ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ Viqarunnisa Noon College ঢাকার সেরা ১০টি কলেজ

৩. 

ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজঃ

(Viqarunnisa Noon College) 

ঢাকার বেইলি রোডে এর মেইন শাখা অবস্থিত । আর এই মেইন শাখাতেই কলেজ টি অবস্থিত ।

এটি বাংলাদেশ এর মেয়েদের জন্য একটি নাম করা কলেজ ।

ঢাকার সেরা ১০টি কলেজের মধ্যে এই কলেজ টি কে আমার তালিকার ৩ নং এ রেখেছি । এই তালিকা সব সময় এখানে থাকে না । মাঝে এই তালিকা ১ম স্থানে চলে আসে এর রেজাল্ট এর কারনে । 

এই কলেজ টি শুধু মাত্র মেয়েদের জন্য ।তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জনাব ফিরোজ খান নূনের বিদেশী পত্নী বেগম ভিকারুননিসা বেইলী রোডে ১৯৫২ সালের ১৪ জানুয়ারী ভিকারুননিসা নূন স্কুলটি প্রতিষ্ঠিত করেন।

History Viqarunnisa Noon College Dhaka  

কলেজের নামঃViqarunnisa Noon College
প্রতিষ্ঠাকাল:১৯৫২
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:ভিকারুননিসা নুন 
লিঙ্গ:ছাত্রী 
যোগাযোগ: ওয়েব সাইট 

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ Adamjee Cantonment College ঢাকার সেরা ১০টি কলেজ

২. 

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ 

(Adamjee Cantonment College)

আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি রাজধানী ঢাকা শহরের একেবারে মাঝখানে “ঢাকা সেনানিবাস” এলাকায় অবস্থিত । এটি একটি স্বনামধন্য উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত।

ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল ‘ইটন’ ও ‘হ্যারো’ এর আদর্শে এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও এতে পড়াশোনা করতে পারে।

ঢাকার সেরা ১০ টি কলেজ এর মধ্যে এই কলেজ টিকে আমরা ২ নং এ রেখেছি । এই কলেজ টি সেনাবাহিনী দ্বারা সরাসরি পরিচালিত একটি কলেজ ।

History Of Adamjee Cantonment College Dhaka

কলেজের নামঃAdamjee Cantonment College
প্রতিষ্ঠাকাল:১৬ ফেব্রুয়ারী ১৯৬০ সাল 
প্রতিষ্ঠানের ধরণ:সেনাবাহিনী দ্বারা পরিচালিত 
প্রতিষ্ঠাতা:গুল মোহাম্মদ আদমজি 
লিঙ্গ:ছাত্র ছাত্রী 
যোগাযোগ: ওয়েব সাইট 

নটরডেম কলেজ Notre Dame College ঢাকার সেরা ১০টি কলেজ

১.

নটরডেম কলেজ 

(Notre Dame College Dhaka)

ঢাকার মতিঝিলে এই নটরডেম কলেজ টি অবস্থিত । মতিঝিলে সাধারণত দেখা যায় সুউচ্চ অট্টালিকা । কিন্তু এরই মাঝে সবুজ এর সমারোহে মনোরম প্রাকৃতিক পরিবেশ এ সাজানো গোছানো সিমসাম একটি পরিবেশ এ এই নটরডেম কলেজ ।

বাহির থেকে দেখে বুঝার উপায় নেই যে ভিতরে এত সুন্দর পরিবেশ । রোমান ক্যাথলিক ধর্মযাজকদের দ্বারা পরিচালিত একটি কলেজ । কঠোর অনুশীলন ও সুন্দর লেখাপড়ার পরিবেশ এই কলেজ কে উন্নতির শিখরে উঠতে সহায়তা করেছে । 

৩ নভেম্বর ১৯৪৯ ঢাকার লক্ষ্মীবাজারে প্রথম নটরডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। সে সময়কার নবজাত পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে বিদ্যমান সংকটের কারণে হলি ক্রসের রোমান ক্যাথলিক পুরোহিতরা এটি প্রতিষ্ঠা করেছিলেন। 

এটি ১৯৫৪ সালে মতিঝিলে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়েছিল এবং নটরডেম কলেজ নামকরণ করা হয়েছিল।

শুরু থেকেই এই কলেজের প্রতিষ্ঠাতাদের দুটি প্রধান উদ্দেশ্য ছিল । খ্রিস্টান ছাত্রদের কলেজ পর্যায়ে শিক্ষা প্রদান করা এবং এই দেশের উন্নয়নে অবদান রাখার সুবিধার জন্য শিক্ষার্থীদের মানসম্মত ও মূল্য ভিত্তিক শিক্ষা প্রদান করা। 

ছাত্রদের অবিচ্ছেদ্য গঠনের জন্য নটরডেম পারিবারিক জীবন পারস্পরিক শ্রদ্ধা, ভালবাসা, দায়িত্ব ভাগাভাগি এবং সাধারণ স্বার্থের উপর ভিত্তি করে। এখানে প্রত্যেকে আন্তরিকতা, যোগ্যতা এবং সহানুভূতির সাথে দায়িত্ব পালন করে যা নটরডেম পরিবারকে একটি অনন্য মাত্রা এনে দেয়।

নটরডেম কলেজের গৌরব ও এর সুনাম শুধুমাত্র এই কলেজের পরীক্ষার রেজাল্ট এর উপর নির্ভর করে না । এই কলেজ দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং উপজাতীয় মেধাবী শিক্ষার্থীদের জন্য লেখাপড়ায় সুযোগ প্রদান করে।

বর্তমান সময়ে কলেজটি বাংলাদেশ সরকারের কাছ থেকে কোন আর্থিক সাহায্য পায় না। এটি সম্পূর্ণরূপে ছাত্রদের কাছ থেকে সংগৃহীত টিউশন ফি দ্বারা সমর্থিত।

এই কলেজ থেকে লেখা পড়া শেষ করে বেশিরভাগ শিক্ষার্থীরা বুয়েট , মেডিকেল সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তিতে বেশী আসন দখল করে থাকে ।

    History of Notre Dame College Dhaka 

কলেজের নামঃNotre Dame College Dhaka
প্রতিষ্ঠাকাল:৩ নভেম্বর ১৯৪৯
প্রতিষ্ঠানের ধরণ:বেসরকারি 
প্রতিষ্ঠাতা:রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় ও হলি ক্রস সংঘের খিস্তান ধর্মযাজক
লিঙ্গ:ছাত্র 
যোগাযোগ: ওয়েব সাইট 

আমরা চেষ্টা করেছি ঢাকার ১০ টি সেরা কলেজ এর বিবরন দিতে ।এই ডাটা প্রতি বছর উঠা নামা করে থাকে । রেজাল্ট এর হের ফের এর কারনে একটি কলেজ আরেক টি কলেজের প্রতিযোগিতার স্থান দখল করে নেয় ।  

আবার মাঝে মাঝে অন্য আরও কিছু কলেজ এই ঢাকার সেরা ১০ টি কলেজ এর প্রতিযোগিতার মধ্যে ঢুকে পড়ে ।

আরও জানতে পড়তে পারেন 

ঢাকার সেরা ২০ কলেজ ভর্তি প্রক্রিয়া একাদশ শ্রেণীতে 

অনুরোধ,

আশা করি আমাদের এই লেখাটি আপনার ভাল লেগেছে । যদি আমরা আপনার সামান্য উপকারে আসি তবে আমাদের এই লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । অথবা লাইক ,কমেন্ট করে আমাদের সাথে থাকুন । আমরা আরও লেখা নিয়ে হাজির হব ইনশাল্লাহ । আপনার কোন মূল্যবান মতামত অথবা কিছু জানার আগ্রহ থাকলে আমাদের জানাতে পারেন । আমরা অবশ্যই উত্তর দিতে সচেষ্ট থাকবো । আপনার মূল্যবান কোন লেখা আমাদের বিডি নিউজ ওয়ালে পোস্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে এইখানে ক্লিক করুন । আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।

  • বিডি নিউজ ওয়াল ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আমাদের সাথে থাকুন এবং যেকোনো প্রশ্ন করুতেঃ এখানে ক্লিক করুন
  • বিডি নিউজ ওয়াল ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
  • বিডি নিউজ ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
  • গুগল নিউজে বিডি নিউজ ওয়াল সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
A B Siddique Shohel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *