এইচআইভি সম্পর্কে কয়েকটি ভুল ধারণা জেনে নিন
এইডস আসলে কী?
এইডস হলো, (Acquired Immune Deficiency Syndrome) একোয়াট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রম । একে আমরা সংক্ষেপে বলি এইডস।
এইডস আসলে একটি ভাইরাস হতে ছড়িয়ে থাকে । এই ভাইরাসকে আমরা বলি (HIV) এইচআইভি ভাইরাস।
এইচআইভি এর পুনাঙ্গ ইংরেজি রূপ হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইনফেশান (Human Immunodeficiency Virus Infection)
এই ভাইরাস নিয়ে আমাদের মনে অনেকটা ভয় ও অজানা আতংক কাজ করে। বেশ কিছুদিন আগেও মানুষের মনে একটি ভুল ধারণা ছিল যে এইডস একটি ছোঁয়াচে রোগ।
এই ধারণা ছিল আসলে একদমই ভুল। বহু অফিসে থেকে অনেক কর্মচারীকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল । এর একটিই কারণ ছিল তারা এইচআইভি পজিটিভ বা এইডস এ আক্রান্ত ।
আরও একটি ভুল ধারনা ছিল যে এইডস শুধুমাত্র যৌন সঙ্গম থেকে হয়ে থাকে। ধীরে ধীরে এই ভুল ধারনা থেকে মানুষ বের হতে থাকল ।
Aids
এইডস লাল ফিতা একটি প্রতীক ।
এইচআইভি HIV সম্পর্কে কয়েকটি ভুল ধারণা
এইডস রোগ কিভাবে ছড়াতে পারেঃ-
- অসুরক্ষিত শারীরিক সম্পর্ক স্থাপন এর মাধ্যমে । বা আক্রান্ত নারী বা পুরুষের সাথে কনডম ব্যবহার না করে শারীরিক সম্পর্ক স্থাপন এর মাধ্যমে ।
- এইডস এ আক্রান্ত ব্যক্তির রক্ত নিলে বা তার ব্যাবহার করা সিরিঞ্জ অন্য কারো শরীরে প্রবেশ এর মাধ্যমে ।
- মাদক সেবনের মাদ্ধমেও হতে পারে এই রোগ ।
এইডস রোগের বিস্তারে মুলত এগুলোই সবচাইতে বড় কারন । তবে ইদানীং রক্ত দেয়ার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় এতে করে রক্ত গ্রহণের মাধ্যমে এই রোগ ছড়ানোর সম্ভাবনা কমে আসছে।
এইডস রোগের বিস্তার এই সব কারন ছাড়াও আরও কিছু বিরল কারণ রয়েছে ।
এইডস রোগের উৎপত্তি
এই এইডস রোগের জন্য দায়ী ভাইরাস এইচআইভি ওয়ান এবং এইচআইভি টু এই দুই ধরনের ভাইরাস পশ্চিম মধ্য আফ্রিকা অঞ্চল থেকে বিস্তৃত হয়েছে বলে ধারণা করা হয় ।
এইসব অঞ্চলের পশুপাখি অথবা যে কোন প্রাণী থেকে উৎপত্তি বলে মনে করা হয় । এই ভাইরাসটি বিশ শ শতকের একেবারে গোড়ার দিকে মানুষের শরীরে স্থানান্তরিত হয়ে থাকে বলে প্রতীয়মান হয় ।
দক্ষিণ ক্যামেরুন নামক একটি অঞ্চলে সিআইভি ( সিমিয়ান ইমিউনোডফেসিসিস ভাইরাস) নামক একটি ভাইরাসের বিবর্তনের মাধ্যমে এইচআইভি ওয়ান ভাইরাসটি উৎপন্ন হয়েছে বলে মনে করা হয় ।
এইচআইভি HIV সম্পর্কে কয়েকটি ভুল ধারণা
এইডস রোগ সম্পর্কে ভুল ধারনাঃ-
বর্তমানে এই পৃথিবীতে এইডস একটি মারাত্মক হেলথ প্রবলেম । এই এইডস রোগ টি ২০১৮ সালে প্রথম ধরা পরে ।
প্রথম দিকে এই রোগ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারনা ছিল । ধীরে ধীরে এই সব ভুল ধারনা লোপ পেতে থাকে ।
এখনও কিছু কিছু ধারনা অনেক সময় বিভ্রান্ত করে অনেক কে । আসুন আজকে সবাই জেনে নেই এইডস রোগ সম্পর্কে আমাদের ভুল ধারনা গুলো কি কি ?
- এইডস রোগে আক্রান্ত দের সাথে মেলা মেশা করলে ।
এইডস রোগে আক্রান্ত রোগীদের সাথে মেলামেশা করলে কখনোই এই রোগ ছড়ায় না ।
- মশা দ্বারা এই রোগের কি বিস্তার ঘটে থাকে ।
মশা দ্বারা বা কীটপতঙ্গ কামড় এর মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে না ।
- কনডম কি ১০০ ভাগ ঝুকি মুক্ ।
কনডম ১০০% ঝুঁকিমুক্ত নয় কারণ অনেক সময় কনডম যেকোনো কারণে ফুটো হয়ে যেতে পারে ।
- কোন লক্ষণ না থাকলে কি আপনি ঝুকি মুক্ত কি না ।
কোন লক্ষণ না থাকলেও এই রোগ থেকে ঝুঁকিমুক্ত নয় । বছরের পর বছর ধরে কোনো লক্ষণ ছাড়াই এই রোগের ভাইরাস শরীরে বহন পড়ার পরও কোনো লক্ষণ দেখা যায় নাই । এই ধরনের অনেক নজির রয়েছে ।
- এইচ আই ভি আক্রান্ত যারা তারা কি খুব তাড়াতাড়ি মারা যায় ।
এইচআইভি আক্রান্ত যারা তারা খুব তাড়াতাড়ি মারা যায় এটাও একটি ভুল ধারণা । বর্তমানে আধুনিক চিকিৎসার কারণে অনেকে বছরের-পর-বছর সুস্থভাবে বেঁচে থাকে ।
- মায়েরা কি সব সময় তাদের সন্তান্দের আক্রান্ত করে থাকে ।
মায়েরা সব সময় সন্তানদের আক্রান্ত করে না । কিছু কিছু ওষুধ আবিষ্কার হয়েছে যার কারণে এই রোগটি সন্তানদের মাঝে ছড়িয়ে পড়ে না ।
- এইডস রোগীর গ্লাস-প্লেট কেউ ব্যাবহার করলে কি হতে পারে
এইডস রোগ সাধারণত রক্তের মাধ্যমে এবং শারীরিক সম্পর্কের মাধ্যমে একে অপরের দেহে ছড়িয়ে থাকে । ক্লাসপ্লেট ব্যবহার করলে কখনো এই রোগ ছড়ায় না ।
- ছোঁয়া বা হাঁচি-কাশিতে এইডস ছড়ায় কি না ।
হাতের স্পর্শ দ্বারা অথবা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় না ।
- চুমু দিলে কি এইচআইভি ছড়ায়?
চুমু দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে । এমন কিছু চুমু আছে যেগুলো তে কখনোই এইচআইভি ভাইরাস ছড়ায় না । আবার ডিপ চুমু যেমন মুখের ভেতর মুখ লাগিয়ে দীর্ঘমেয়াদি চুমুর মাধ্যমে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে ।
এইডস রোগ এর নিরাময় সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারনাঃ-
এইডস রোগের নিরাময় সম্পর্কেও রয়েছে কিছু ভুল ধারণা
মাঝে মাঝে কিছু কুসংস্কার পৃথিবীর নানা দেশে দেখা যায় । এই কুসংস্কার এক দেশে এক ধরনের হয়ে থাকে ।
মনে হয় থাকতে পারে এই কাজটি করলে তারা উপকৃত হতে পারে কিন্তু গবেষণা তারা যখন প্রমাণিত হয় যে তাদের ধারণাটি ভুল ছিল তখন এগুলো কুসংস্কারে পরিণত হয়ে থাকে ।
এইডস এর ক্ষেত্রেও এই ধরনের একটি ভুল ধারণা আছে তা হয়তো অনেকেই জানেন । আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম এইডস সম্পর্কে কিছু ভুল ধারণা ।
এখন আমরা জানবো এই এইডস রোগের নিরাময় সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারনা। আসুন জেনে নেয়া যাক এইসব প্রচলিত ভুল ধারণা বা কুসংস্কারগুলো ।
- পৃথিবীর মধ্যে আফ্রিকা এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি কুসংস্কার চলে থাকে । আবার এই আফ্রিকাতেই এডস রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।
এইডস রোগ থেকে নিরাময়ের জন্য তারা যে ভুল পন্থা অবলম্বন করে থাকে সেটা হল কোন এইডস রোগী যদি ভার্জিন মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তবে সেই লোক টির এইডস ভাল হয় ।
- ভারত ও থাইল্যান্ড দেশেও এই ধরনের একটা ধারনা তৈরি হয়েছিল যে এইডস রোগে আক্রান্ত হবার পর কুমারী বা শারীরিক সম্পর্ক সম্মন্ধে যাদের কোন অভিজ্ঞতা নেই তাদের সাথে মিলিত হলে এই রোগ ভাল হয় ।
এই ধারনা পরবর্তীতে ভুল প্রমানিত হতে হয় এবং এর থেকে কুমারীরা এইডস রোগে আক্রান্ত হয় । এইডস এর এই কুসংস্কার এর কারণে এই সব অঞ্চলে ধর্ষণ এর মত অনেক ঘটনা ঘটেছে ।
এইচআইভি HIV সম্পর্কে কয়েকটি ভুল ধারণা
এইডস রোগ এর লক্ষণ গুলো কি কি ?
এইডস রোগের লক্ষন গুলো প্রকাশ পেতে অনেক সময় লাগে । অনেক সময় এই রোগের লক্ষণ দেখা দিতে আট থেকে দশ বছরের মত সময় লাগে অনেক খেত্রে এর চেয়েও বেশী সময় লাগে ।
আর এই লক্ষণ গুলো প্রকাশ না পাবার কারণে এই সমস্ত রোগীরা অনেক দেরী করে ডাক্তারের কাছে আসে । এবং যখন আসে তখন অনেক ক্ষতি হয়ে যায় ।
এই রোগের প্রাথমিক কিছু লক্ষণ যেই সব লক্ষণ থেকে ধারনা করা যেতে পারে । এই সব প্রাইমারি লক্ষণ গুলো হলঃ-
- জ্বর বা হালকা জ্বর থাকবে,
- গলা ব্যথা হবে,
- ত্বকের সমস্যা দেখা দিবে,
- মাথা ঘোরা থাকবে ,
- সারা শরীরের ব্যথা,
- গাঁটে ও মাংসপেশীতে ব্যথা,
- পেটের সমস্যা দেখা দিবে ।
- মাথায় ব্যথা থাকবে ।
- শরীরে র্যাশ দেখা দিতে পারে ।
- ইনফ্লুয়েঞ্জার ভাব দেখা দিতে পারে ।
- ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
এইডস (এইচআইভির) রোগের সবথেকে বেশী বিপদ হল রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ।
এইডস থেকে বাঁচতে আমাদের কি করতে হবে ?
- ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ পরিত্যাগ করতে হবেঃ
যারা সাধারণত ইনজেকশনের মাধ্যমে শরীরে মাদক গ্রহণ করেন, তাদের এইডস ভাইরাস তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে । একই ইনজেকশন বা সিরিঞ্জ একাধিক জনে ব্যবহার করলে এইচআইভি হওয়ার মারাত্মক ঝুঁকি থাকে ।
- অবাধ যৌন মিলন হতে বিরত থাকতে হবেঃ
এইডস এর ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল যৌন মিলন বা শারীরিক সম্পর্ক । এই ভাইরাস থেকে বাঁচতে হলে নিরাপদ যৌন মিলনের বিকল্প নেই। বীর্য, যোনি রস এবং রক্তের মাধ্যমে এই ভাইরাস ছরিয়ে থাকে । ওরাল, ভ্যাজাইনাল বা অ্যানাল সেক্স থেকেও এই রোগ হতে পারে।
- রক্ত গ্রহণ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবেঃ
এইচআইভি ভাইরাসে আক্রান্ত লোকের রক্ত যদি কেউ শরীরে গ্রহণ করে তবে তারও এইডস হতে পারে। তাই শরীরে রক্ত গ্রহণের আগে অবশ্যই তা পরীক্ষা করে নিতে হবে।
- একের অধিক যৌনসঙ্গী থেকে বিরত থাকতে হবেঃ
অবাধ মেলামেশা বা শারীরিক সম্পর্ক বা একাধিক অপরিচিত ব্যক্তির সঙ্গে যৌন মিলন এইডস আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে থাকে ।তাই এ ধরনের যৌন মিলন থেকে দূরে থাকতে হবে।
- ইনজেকশন বা সুচবিদ্ধকরণ এ সাবধান থাকতে হবেঃ
একই সুচ একাধিক ব্যক্তির শরীরে ব্যবহার করলে এইডস হতে পারে। এ জন্য প্রতি বার নতুন সুচ ব্যবহার করতে হবে ।
এইচআইভি HIV সম্পর্কে কয়েকটি ভুল ধারণা
শেষ কথা
এইডস হলে মৃত্যু অবধারিত । এডস রোগের প্রতিকারের বিধান এখনো তৈরি হয়নি। প্রতিরোধই একমাত্র উপায় ।
এইডসের সংক্রমণ থেকে মুক্তির জন্য এই বিষয়ে আমাদের অনেক কিছু জানা দরকার । এইডস এর ব্যাপারে জ্ঞান না থাকলে এটা মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ।
অবাধ যৌনাচারী ও মাদকাসক্ত তার কারণে এইডস বৃদ্ধি পাচ্ছে। কাজেই মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগানো, আত্মসচেতনতা সৃষ্টি, যৌনশিক্ষা, সামাজিক আন্দোলন প্রভৃতির মাধ্যমে এইডস প্রতিরোধ করা এখনই প্রয়োজন।
ইসলামিক মূল্যবোধের মাধ্যমে জীবনযাপন একমাত্র সমাধান ।
আরও পড়তে চোখ রাখুন
- বিডি নিউজ ওয়াল ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আমাদের সাথে থাকুন এবং যেকোনো প্রশ্ন করুতেঃ এখানে ক্লিক করুন।
- বিডি নিউজ ওয়াল ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বিডি নিউজ ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বিডি নিউজ ওয়াল সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বিডি নিউজ ওয়াল সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- বিডি নিউজ ওয়াল এর সব তথ্য জানতে ভিজিট করুন এই সাইট।
অনুরোধ
আশা করি আমাদের এই লেখাটি আপনার ভাল লেগেছে । যদি আমরা আপনার সামান্য উপকারে আসি তবে আমাদের এই লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । অথবা লাইক ,কমেন্ট করে আমাদের সাথে থাকুন । আমরা আরও লেখা নিয়ে হাজির হব ইনশাল্লাহ । আপনার কোন মূল্যবান মতামত অথবা কিছু জানার আগ্রহ থাকলে আমাদের জানাতে পারেন । আমরা অবশ্যই উত্তর দিতে সচেষ্ট থাকবো । আপনার মূল্যবান কোন লেখা আমাদের বিডি নিউজ ওয়ালে পোস্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মেইল করতে এইখানে ক্লিক করুন । আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ