ইউটিউব চ্যানেলে অনেকেই ভিউ নিয়ে ভাবনায় থাকে । এই ভাবনার অনেক কারন আছে । আপনি হয়ত এই সব কারন নাও জানতে পারেন । অনেক কারন গুলোর মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ ১০ টি কারন নিয়ে আজকে আলোচনা করব ।আমাদের লেখা অনুযায়ী কাজ করলে আশা করি ভিউ পাবেন ।
এই নিয়ম গুলো ফলো করলে আপনার ইউটিউব এ ভিউ পেতে সমস্যা হবে না । চলুন এক নজরে দেখে নেয়া যাক আপনার ইউটিউব চ্যানেলে এ কি কারনে ভিউ পাচ্ছেন না ।
ইউটিউব ভিডিও কি ?
ইউটিউব হলো একটি আমেরিকান অনলাইন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তিনজন প্রাক্তন পেপাল কর্মী যারা হলেন – চেড হার্লি, স্টিভ চেন ও জাওয়েদ করিম । এরা সবাই মিলে ২০০৫ সালে ইউটিউব তৈরী করেন। এদের মদ্ধে বাংলাদেশী বংশোদ্ভূত একজন হল জাওয়েদ করিম ।
YouTube ইউটিউব অ্যাকাউন্ট কেন আপনার তৈরি করা উচিত ?
একটি YouTube অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবহার করার জন্য বেশ কিছু সুবিধা রয়েছে ।আপনি ভিডিও আপলোড করার জন্য আপনার নিজের চ্যানেল তৈরি করতে পারেন । এটা একদম ফ্রি তে করা যায় ।
YouTube এর মাধ্যমে আপনি যে কোন বিজনেস করতে পারেন । নিজের পছন্দনীয় যে কোন জিনিস তুলে ধরতে পারেন । কমিউনিটি গাইড লাইন মেনে আপনি যে কোন ধরনের ভিডিও আপলোড দিতে পারেন ।
ইউটিউব ভিডিও তে আপনি যে সব সুবিধা পেতে পারেনঃ-
০১। আপনি সম্পূর্ণ ফ্রি তে এই সুবিধা পেতে পারেন ।
০২। যে কোন প্রডাক্ট আপনি মার্কেটিং করতে পারেন ।
০৩। এর মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে মুহূর্তে বার্তা দিতে পারে।
০৪। আপনি আপনার মনের কথা সবাইকে যানাতে পারেন , দেখাতে পারেন ।
০৫। গুগোলের সাথে বিজ্ঞপ্তি প্রদর্শনের মাধ্যমে আয় করতে পারেন ।
০৬। ব্যক্তি গত ভাবে আপনার ভিডিও প্রাইভেট করে রাখতে পারেন ।
০৭। আপনি বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারে।
০৮। আপনার শুভাকাঙ্ক্ষী দের সাবস্ক্রাইব এর মাধ্যমে সাথে থাকার সুযোগ দিতে পারেন ।
০৯। যে কোন ধরনের কন্টেন্ট আপলোড , ডাউনলোড অথবা ভিউ করার সুযোগ পাবে
১০ । লাইভ এর মাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ তো থাকছেই ।
যে ১০ টি কারনে আপনার ইউটিউব চ্যানেল এ ভিউ পাচ্ছেন না । এক নজরে দেখে নিন ।
০১) সঠিক টাইটেল না দেয়ার কারনে আপনি ভিউ পাবেন না ।
ইউটিউব এ টাইটেল এমন একটি দরকারি জিনিস যা আপনাকে অরগানিক ভিউ পেতে সাহায্য করে থাকে । এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে সঠিকভাবে ইংরেজিতে টাইটেল দিতে হবে ।
ইউটিউবে এসইওর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে এই টাইটেল আপনার টাইটেল যদি ভাল হয় অবশ্যই ভিউ আসতে বাধ্য ।
সঠিক টাইটেল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে কোনো রকম ভুল করা চলবে না । খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন একটি টাইটেল থাকতে হবে ।
০২) অযথা ট্যাগ বসানো যাবে না ।
অনেক ইউটিউবার আছে যারা এই ট্যাগ বসানো টা কে কখনোই ইম্প্রটেন্ট মনে করে না । সব সময় ভিডিও বা কনটেন্ট এর সাথে মিল রেখে ট্যাগ বসাতে হবে ।
অতিরিক্ত ট্যাগ কখনোই বসানো যাবে না । সঠিক কিওয়ার্ড রিসার্চ ছাড়া কখনোই ট্যাগ বসানো উচিত নয় ।
ট্যাগ ভিডিওকে ব্যাংক করানোর জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে থাকে । এবং এই ট্র্যাকগুলো আপনার ভিডিও কে সাজেস্টেড ভিডিওতে পাঠিয়ে থাকে ।
তাই ট্যাগ বসানোর ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়ম পালন করে এই ট্যাগ বসাতে হবে । এই ট্যাগ এর উপর ভিত্তি করে আপনার ভিডিওতে এড আসবে । সুতরাং এইদিকে ভালভাবে নজর দিতে হবে ।
০৩) সঠিক থাম্বনেল না দেয়া ।
একটি সঠিক থাম্বনেল ভিডিও ভাইরাল করার জন্য যথেষ্ট । থাম্বনেল দেয়ার ক্ষেত্রে মোটেও অবহেলা করা যাবে না । ভিডিও বা কনটেন্ট এর সাথে মিল বা সামঞ্জস্য রেখে সব সময় থাম্বনেল বানাতে হবে ।
সঠিক থাম্বনেল না দেয়ার কারণে আপনার ইউটিউব চ্যানেলের অনেক ক্ষতি হতে পারে । অনেকেই আছেন যারা ভিডিওর সাথে মিল না রেখে আজে বাজে থামনেল ব্যবহার করে থাকেন ।
অনেক সময় এই থাম্বনেল এর কারণে আপনার চ্যানেল টি কমিউনিটি গাইডলাইন এর আইন ভঙ্গ করে থাকে এর ফলে আপনার চ্যানেল টি স্ট্রাইক খেতে পারে ।
এর ফলে মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে অথবা আরো নানা ধরনের সমস্যা হয়ে থাকতে পারে ।
০৪) অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ।
কথায় আছে অতিরিক্ত কোন কিছুই ভালো নয় । গুগোল এই ক্ষেত্রে ব্যতিক্রম নয় । অনেকেই না জেনে চ্যানেলের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকে ।
বেশী ভিউস পাওয়ার আশায় অতিরিক্ত শেয়ার অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায় ।আপনার অজান্তে গুগোল এটাকে মনিটরিং করে থাকে ।
এর কারণে এক সময় আপনার চ্যানেলের গ্রোথ থেমে যেতে পারে । আজ থেকে মনে রাখুন কখনোই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ভিডিও শেয়ার করা যাবে না ।
০৫) নিজের কন্টেন্ট নিজে দেখা ।
অনেকেই আছেন নিজের ভিডিও নিজের মোবাইল বাসার ডেক্সটপ ল্যাপটপ অথবা অন্যান্যদের মোবাইল এর মাধ্যমে এর ভিউজ এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করেন ।
কিন্তু একটা কথা জেনে রাখুন গুগোল আপনার চেয়েও অনেক চালাক সে বুঝতে পারবে একই আইপি থেকে বারবার ভিউস বাড়ানো হচ্ছে ।
গুগল আপনাকে সবসময় মনিটরিং করছে । এক সময় দেখবেন আপনার চ্যানেলে আর ভিউস হচ্ছে না । তখন মাথা চাপড়ানো ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না ।
নিজের কন্টেন্ট বা ভিডিও নিজের আই পি অথবা অন্য কোন ভাবে দেখার চিন্তা ভাবনা আজ থেকে একেবারে বাদ দিন ।
০৬) আপলোড টাইম
আপলোড টাইম এর ব্যাপারে আমরা অনেকেই সচেতন নয় । আবার অনেকেই আছে এই ব্যাপারটা জানেন না । যারা জানেন তাদের কথা সবসময় আলাদা ।
যাই হোক আমরা সঠিকভাবে আপলোড দিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি । প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় মেন্টেন করতে হবে ।
০৭) আপলোড এর ধারা বাহিকতা বজায় রাখা ।
আপলোডের সময়ের ক্ষেত্রে অবশ্যই একটা ধারাবাহিকতা থাকতে হবে । আজকে একটি ভিডিও দিলেন কালকে একটা ভিডিও দিলেন আবার তিন দিন বা এক সপ্তাহ পর আরেক টি ভিডিও দিলেন ।
এভাবে ভিডিও দিলে সাকসেস হতে অনেক সময় লাগবে । আমরা ভিডিও দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখব ।
প্রতিদিন অথবা সপ্তাহের নির্দিষ্ট সময়ে বা মাসের একটি নির্দিষ্ট সময় যেভাবেই দেন এই নির্দৃষ্ট সময়টাকে মেন্টেন করতে হবে ।
০৮) স্প্যাম কমেন্ট বা সাব ফর সাব করা যাবে না ।
এখানে স্প্যাম কমেন্ট বলতে আমরা বুঝাই অন্যের ভিডিওতে কমেন্ট করে sub4sub অথবা আপনার ভিডিওর লিংক সেই কমেন্টে যোগ করা কে ।
এই কাজ কখনোই করতে যাবেন না এতে আপনার চ্যানেল সহ সবকিছু হারাতে হবে ।
০৯) খারাপ অডিও ।
ভিডিও করার সময় এর ব্যাকগ্রাউন্ডে যে অডিও গুলো থাকে সে অডিও যদি খারাপ হয় তা আপনার ভিউয়ার দের ক্ষেত্রে পছন্দ হওয়ার সম্ভাবনা কম ।
এর ফলে আপনার ভিডিও এর ভিউজ কমে যাবে এবং আপনার পরিশ্রম বিফলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে ।
যদি কখনো ভিডিও ধারণ করার সময় এই ধরনের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন আমাদের পরামর্শ থাকবে আপনি ব্যাকগ্রাউন্ড এর অডিও রিমুভ করে ইউটিউব থেকে ফ্রী অডিও যোগ করে দিতে পারেন ।
অথবা নিজের কণ্ঠ দিতে চাইলে আলাদাভাবে অডিও তৈরি করে যোগ করে নিতে পারেন ।
১০) নিম্ন মানের কন্টেন্ট আপলোড করা যাবে না ।
কখনোই নিম্ন মানের কনটেন্ট আপলোড করা যাবেনা । যে ভিডিওতে আগ্রহ থাকবে না সেই ধরনের ভিডিও দিয়ে কখনই সফলতা আসবে না ।
সব সময় চেষ্টা করবেন ভিডিওতে গঠন মূলক কিছু রাখার । অন্য দের ভিডিও এর থেকে আরও ভাল কি ভাবে করা যায় ।
আপনি এক সময় সফল হবেন ই । শুধু কাজ চালিয়ে যান কখনো থেমে থাকা যাবে না । সফলতা ধরা দিতে হবেই ।
আরও জানতে আমাদের এই লেখাটি পড়ুন
ভিডিও বানানোর জন্য কি কি দরকার যা জানলে আপনার উপকার হবে
মেইন সাইট
ইউটিউবে সফল হওয়ার ৫ টি দরকারি টিপস জানতে হলে ভিডিও টি দেখতে পারেন
ইউটিউব সম্পর্কে আরও যানতে ঘুরে আসতে পারেন আমাদের নিচের লেখা গুলো থেকে
Read Also Press The Button
- বিডি নিউজ ওয়াল ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আমাদের সাথে থাকুন এবং যেকোনো প্রশ্ন করুতেঃ এখানে ক্লিক করুন।
- বিডি নিউজ ওয়াল ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বিডি নিউজ ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বিডি নিউজ ওয়াল সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বিডি নিউজ ওয়াল সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- বিডি নিউজ ওয়াল এর সব তথ্য জানতে ভিজিট করুন এই সাইট।